নাটোরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২৫

নাটোরে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান। এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি রাত ১২টা ২৫ মিনিটে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মেহেদী হাসানকে অভিযুক্ত করে একটি মামলা করেন। শুনানি শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মেহেদী হাসানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।