অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দম্পতি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৬ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি এক দম্পতিতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাউহাটি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগরের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস (৫৫) ও তার স্ত্রী কবিতা রাণী দাস (৪৫)।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে ওই দম্পতিকে বিষ্ণপুর বিওপির বিজিবির টহলদল সীমান্ত পিলার ২০১১/২-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে। আটকের পর তারা জানান, ভারতের আগরতলায় গৌতম চন্দ্র দাসের শ্বশুর বাড়ি। কিছুদিন পূর্বে তার শাশুড়ি মারা গেছেন। শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবৈধ পথে তারা আগরতলায় যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।