মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

একটি দল চাঁদাবাজি-স্টেশন দখল নিয়ে ব্যস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, হাসিনার পলায়নের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়ে তখন আমরা হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি। কিন্তু একটি দল চাঁদাবাজি ও স্টেশন দখল নিয়ে ব্যস্ত রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে। রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে দিয়েছেন।

এসময় ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হাসান, খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ, ইসলামী আন্দোলনের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরভি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।