কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র মো. আল আমিনের (১৫) মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল সোমবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে। আল আমিন মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের মো. আজিজুলের ছেলে।
এর আগে সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় আল আমিন।
- আরও পড়ুন
কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
এক মাসের ব্যবধানে মোহাম্মদপুরে একই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ফের গুলি
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আল আমিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আল-মামুন সাগর/কেএসআর