নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

নাটোরের দস্তানাবাদ আলিম মাদরাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেন। পরে তাদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

সেখানে চিকিৎসা নিতে আসা আলপনা বেগম বলেন, আমার হাতে ও কোমরে ব্যথাসহ বিভিন্ন ধরনের সমস্যা। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে শুনে এসেছি। আমার পক্ষে বাইরে টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। এখানে চিকিৎসাসহ কিছু ওষুধ পেয়েছি।

ষাটোর্ধ মোতালেব মুন্সি বলেন, দাঁতের সমস্যায় ভুগছি। তাই এখানে চিকিৎসক দেখাতে এসেছি। ফ্রিতে চিকিৎসা ও ওষুধ পেয়েছি।

নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাইমিনুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

হাসপাতালের এডমিন হামিদ আল নাহিদ বলেন, বিভিন্ন দিবস উপলক্ষে এ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। দরিদ্র মানুষের কথা চিন্তা করে শহর থেকে দূরে গ্রামের সব শ্রেণির মানুষের জন্য আমরা আমরা এ চিকিৎসা সেবার আয়োজন করেছি। প্রান্তিক লোকজনকে এ ধরনের চিকিৎসা সেবা দিতে পেরে আমরা খুশি।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।