ভয়াল ২৯ এপ্রিলকে স্মরণ

টেকসই বেড়িবাঁধ চেয়ে কাফনের কাপড় পরে সড়কে উপকূলবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

টেকসই বেড়িবাঁধ এবং ফেরি চলাচলের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কুতুবদিয়াবাসী।

১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে মঙ্গলবার (২৯ এপ্রিল) শোকর‍্যালি ও দোয়া মাহফিল শেষে এ কর্মসূচি পালন করা হয়।

কুতুবদিয়া সমিতি এবং কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় কুতুবদিয়া সমিতি কক্সবাজারের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সদস্য সচিব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দীন ছোটন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদ, জেলা যুবদল নেতা দিদারুল ইসলাম রুবেল, এজাবত উল্লাহ কুতুবী, কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক এহসান আল কুতুবী বক্তব্য রাখেন।

টেকসই বেড়িবাঁধ চেয়ে কাফনের কাপড় পরে সড়কে উপকূলবাসী

কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক এহসান আল কুতুবী বলেন, ‌‘আমরা কুতুবদিয়া ছেড়ে কোথাও যেতে চাই না। বর্তমান সরকারের কাছে আবেদন, হয় কুতুবদিয়াকে ভেঙে সাগরের সঙ্গে মিশিয়ে দিন, না হয় টেকসই বেড়িবাঁধ দিন। আমাদের সঙ্গে প্রতিবছর বেড়িবাঁধের নামে নাটক করা হয়।’

কুতুবদিয়া সমিতির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, আমাদের তিনটি দাবি হলো কুতুবদিয়ার চারদিকে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কুতুদিয়া থেকে মগনামা পারাপারের জন্য ফেরি চালু এবং শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।