নাফ নদী থেকে ৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০১ মে ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির লোকজন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার সাদেক।

রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম বলেন, সকালে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চার জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। ঘণ্টাখানেক পর মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। তাদের সঙ্গে থাকা নৌকাটিও নিয়ে গেছে তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্যরা নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। বিস্তারিত তথ্য নিয়ে
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবিকে জানানো হবে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।