নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০২ মে ২০২৫

নাফ নদীতে মাছ ধরার সময় আটক করে নিয়ে যাওয়ার একদিন পর রোহিঙ্গা চার জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি।

ছাড়া পেয়ে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা নাফ নদীর জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা ক্যাম্পে আসেন। জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া অংশের নাফ নদীতে ২৭ নম্বর ক্যাম্পের আরাফাত উল্লাহ, মো. আনিস উল্লাহ, মো. জাবের ও আনোয়ার সাদেক বড়শি ও জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা ৪ জনই মিয়ানমার সীমান্ত চলে যান। এসময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ও তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও বলেন, আরাকান আর্মির সদস্যরা আটকদের কাছ থেকে জানতে চান তারা জেলে কিনা, এবং কেন মিয়ানমার সীমান্তে গিয়েছে। তখন জেলেরা ভুলবশত মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েছেন বলে জানান। আটকদের বিষয়ে যাচাইবাছাই নিশ্চিত হলে একদিন পরে তাদের ছেড়ে দেয়। শুক্রবার সন্ধ্যার দিকে তারা ক্যাম্পে চলে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক চার রোহিঙ্গা জেলে ক্যাম্পে ফেরত এসেছেন বলে শুনেছি।

জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।