কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৬ মে ২০২৫
ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে কডু মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে মিঠামইন উপজেলা চমকপুর দক্ষিণ হাটির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান শুকানোর কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন কডু মিয়া। তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির খলায় ধান শুকানোর সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

এসকে রাসেল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।