১৫ মে মেহেরপুরে আমপাড়া শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৮ মে ২০২৫

মেহেরপুরে বোম্বাই ও স্থানীয় জাতের আম সংগ্রহ এবং বাজারজাত শুরু হচ্ছে ১৫ মে থেকে। আর ২২ মে থেকে শুরু হবে হিমসাগর সংগ্রহ। এছাড়া ল্যাংড়া ৭ জুন, মল্লিকা ১০ জুন, আম্রপালি ১৭ জুন ও ফজলি ২৩ জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে।

নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসময় নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

তিনি বলেন, গুণমান ঠিক রাখতে নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সবার পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন ও বাজারজাতের তারিখ নির্ধারণ হয়েছে। এর ব্যতিক্রম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন, সময় নির্ধারণের সময় আম বাগান মালিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।