কক্সবাজারে মেরিন ড্রাইভ এলাকায় মিললো ৩ লাখ ইয়াবা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৮ মে ২০২৫

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বুধবার (৭ মে) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় উক্ত এলাকায় দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়। তখন কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে তারা বস্তা দুটি পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদকপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।