আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৯ মে ২০২৫

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে জুলাই বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মিছিল থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

অবস্থান কর্মসূচি থেকে বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরে অচিরেই আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানানো হয়।

এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।