আ’লীগ নিষিদ্ধের দাবি

রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ২০ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১০ মে ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ঘণ্টা অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকেরা। যানজটে আটকা পড়ে গরমের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ২০ কিলোমিটার যানজট

তিনি বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এরপর তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। মহাসড়কে তারা প্রায় দুই ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন তারা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর বলেন, আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকেরা।

এম মাঈন উদ্দিন/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।