কক্সবাজার

ছিলেন আত্মগোপনে, বাড়ি এসে গ্রেফতার যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১০ মে ২০২৫

আত্মগোপনে থাকা কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর গ্রেফতার হয়েছেন।

শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার খবর আসে বাসায় অবস্থান করছেন তিনি। এরপর দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল আহমেদ বাহাদুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিলুপ্ত জেলা যুবলীগের কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।