রাজাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণের বিক্রয় প্রতিনিধি নিহত
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় রাসেল হোসেন (২৮) নামে প্রাণ-আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজাপুর-পিরোজপুর সড়কের সাতুরিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল পিরোজপুর উপজেলার স্বরূপকাঠির বাসিন্দা ও প্রাণের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন জানান, প্রাণের পণ্য ভর্তি একটি কাভার্ডভ্যান রাজাপুর থেকে বেকুটিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে সাতুরিয়া স্কুল এলাকার বেইলি ব্রিজের প্লেট ফাঁকা হয়ে কাভার্ডভ্যানটির চাকা আটকে যায়। এসময় কাভার্ড ভ্যানে থাকা রাসেল ছিটকে পড়ে এবং আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক আমান উল্লাহ (২৫) আহত হয়েছেন।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান/এসএস/পিআর