চুয়াডাঙ্গায় চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা, নাকাল জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১১ মে ২০২৫

চুয়াডাঙ্গায় তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত চারদিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

সবশেষ রোববার (১১ মে) বিকেলে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ২৬ শতাংশ।

এর আগে শনিবার (১০ মে) এ মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়।

গরমের তীব্রতায় শহরের রাস্তাঘাট দুপুরের পর জনশূন্য হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন, তারা দ্রুত বাড়ি ফিরছেন তীব্র গরমের কারণে। শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়েছেন। কৃষকরা মাঠে যেতে পারছেন না।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত চারদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা দেশের অন্যান্য স্থানগুলোর তুলনায় বেশি। ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তাপপ্রবাহ মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়। ৮ মে ৩৯ দশমিক ৭, ৯ মে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, দু-এক দিনের মধ্যে তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে অতিরিক্ত তাপমাত্রা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছেন। সবাইকে পানি ও অন্যান্য তরল খাবার বেশি করে পান করার পরামর্শ দিচ্ছেন।

হুসাইন মালিক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।