বগুড়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১১ মে ২০২৫

বগুড়ার ধুনটে আম গাছ থেকে পড়ে আতিকুল করিম ওরফে বাবলু তালুকদার (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টায় তার মৃত্যু হয়।

নিহত আতিকুল উপজেলায় যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামের গোলাম রহমান গেন্দা তালুকদারের ছেলে।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, আতিকুল দুপুর ১টায় রান্নার কাজে জ্বালানি সংগ্রহের জন্য যমুনা নদীর তীরে একটি আম গাছে ওঠেন। ওই আম গাছের মরা ডাল কাটতে থাকেন তিনি। এসময় গাছের ডাল থেকে বিষাক্ত পোকা বের হয়ে তাকে কামড়ে দেয়।

তখন ব্যথা সইতে না পেরে তিনি অচেতন হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে আতিকুলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলবি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।