টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান শওকত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৩ মে ২০২৫

টাঙ্গাইলের ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভাদ্রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার শওকত আলী ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, ৪ আগস্ট নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসীদল ছাত্রদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় মনির মিয়া নামের এক ছাত্র ১২৯ জনের নামে টাঙ্গাইল আদালতে মামলা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।