টেকনাফে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক তিন জেলে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৩ মে ২০২৫
নাফ নদী/ফাইল ছবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক তিন জেলে একদিন পরে ছাড়া পেয়ে কক্সবাজারের টেকনাফে ফিরে এসেছেন।

ফিরে আসা জেলেরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের আব্দু রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), একই গ্রামের মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে নাফ নদীর লেদা সীমান্ত দিয়ে তারা এপারে চলে আসতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করেন রবিউল আলমের বাবা মোহাম্মদ নুর।

আরও পড়ুন:

মোহাম্মদ নুর বলেন, সোমবার (১২ মে) দুপুরের দিকে হ্নীলার লেদা অংশের নাফ নদীতে জাল নিয়ে নৌকায় করে আমার ছেলে রবিউল আলমসহ মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ সিদ্দিক মাছ ধরছিল। হঠাৎ রাখাইন সীমান্ত থেকে ইঞ্জিনচালিত বোটে এসে তাদের আটক করে নিয়ে যায়। এরপর থেকেই আমরা চিন্তায় পড়ে যাই।

তিনি আরও বলেন, ‌“তখন আমরা বিভিন্নভাবে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমার ছেলে রবিউল আলম আজ বিকেল ৫টার দিকে ফোন করে বলে, ‘আব্বা, আমাদের তিনজন এখন একটি চিংড়ি ঘেরে আছি। আরাকান আর্মি আমাদের ছেড়ে দিয়েছে’। পরে তারা নৌকাসহ সন্ধ্যার দিকে এপারে চলে আসতে পেরেছে।’’

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বলেন, আরাকান আর্মির হাতে আটক তিন জেলে ছাড়া পেয়ে সন্ধ্যার দিকে লেদা গ্রামে চলে এসেছে।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।