এবার হাওরের কৃষকদের গোলায় উঠেছে ৫ হাজার কোটি টাকার ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৪ মে ২০২৫

সুনামগঞ্জের হাওরপাড়ে কৃষকদের নিয়ে ফসল কাটার সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে এই উৎসব হয়। এতে কৃষকসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

উৎসবে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত হয়। এসময় সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

উৎসবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মোহাম্মদ ওমর ফারুক ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

এবার হাওরের কৃষকদের গোলায় উঠেছে ৫ হাজার কোটি টাকার ধান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সৃষ্টিকর্তা সদয় ও সহায় ছিলেন বলেই এবার সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান ঘরে উঠেছে। মূলত সবার চেষ্টা ছিল যাতে কোনোভাবেই কৃষকের ফসলের ক্ষতি না হয়। এখন কৃষকরা নির্বিঘ্নে ফসল গোলায় তুলতে পেরে খুবই খুশি।

কৃষি বিভাগের তথ্য মতে, সুনামগঞ্জের ১৩৭টি হাওরে চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন জেলার ১০ লাখ কৃষক। যেখান থেকে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়। যার বাজারমূল্য ৫ হাজার কোটি টাকা।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।