উঠানে খেলছিল শিশু, প্রাণ গেলো সাপের কামড়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৭ মে ২০২৫
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ে তাসলিমা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের শামীম মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় তাসলিমাকে বিষধর সাপে কামড় দেয়। তার দাদি বিষয়টি দেখতে পান। পরে শিশুটিকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।