এক কলাগাছে ৭ মোচা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৮ মে ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি উচ্চতার একটি কলাগাছে সাতটি মোচা ধরেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা দেখতে স্থানীয় উৎসুক লোকজন প্রতিদিন ভিড় করছেন।

ঘটনাটি উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজার এলাকায়।

জানা গেছে, শনিবার (১৭ মে) দুপুরে একটি শিশু এলাকার নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলাগাছে সাতটি মোচা দেখতে পায়। পরে বিষয়টি বাড়িতে গিয়ে বললে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে ভিড় করছেন স্থানীয়রা।

পার্শ্ববর্তী সোনাবর এলাকা থেকে দেখতে আসা হায়বর আলী (৫৫) বলেন, একটি কলা গাছে সাতটি মোচা হয় তা জানা ছিল না। খবরটি শুনে দেখতে আসছি।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়ত এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।