‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৮ মে ২০২৫

টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থনে মিছিল করায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।

গ্রেফতারদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরানকে রোববার (১৮ মে) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এ নিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতার বাকিরা হলেন, ভূঞাপুরের নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার থানা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম খন্দকার বাবু, মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু ও মজিবর রহমান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মশাল মিছিল করা হয়।

এ ঘটনার পর বুধবার রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করে ছাত্র-জনতা।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।