কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছিল আম, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:১৯ এএম, ২১ মে ২০২৫

নাটোরে কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানান, ১৫ মে থেকে বাজারে গুটি জাতের আম উঠতে শুরু করেছে। এসব আমে কোনো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কি না তা যাচাইয়ের জন্য নাটোরের আহমেদপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় দোয়াল ট্রেডার্সের মালিক শাজাহান আলীর আমের আরতে ইথোসিন কেমিক্যাল দিয়ে আম পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রেজাউল করিম রেজা/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।