আ’লীগের দোসরের তালিকায় রৌমারীর ইউএনওর নাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২১ মে ২০২৫

ক্ষমতাচ্যুত আওয়ামী দোসরদের তালিকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদারের নাম রয়েছে। ইউএনওর নাম দোসরদের তালিকায় প্রকাশ পাওয়ায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ৪৪ জন সচিব এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেটের নামের তালিকা প্রকাশ করে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন। ওই তালিকায় ইউএনও উজ্জল কুমার হালদারের নাম ৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় উজ্জ্বল কুমার হালদার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি ছাত্র-জনতার আন্দোলন দমনে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মহাখালি, সায়েদাবাদ, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, শনির আখড়া ও দনিয়া এলাকায় হামলার নির্দেশ দিয়েছিলেন।

উজ্জ্বল কুমার হালদার শিক্ষাজীবনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও অপরাধে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। গত ২৬ জানুয়ারি রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা দিলেও তার উত্তর দেননি।

রোকনুজ্জামান মানু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।