মানিকগঞ্জে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ২

মো. সজল আলী মো. সজল আলী মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২১ মে ২০২৫

মানিকগঞ্জে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)। মেহেরাব হোসাইন সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের আহ্বায়ক ওমর ফারুক বলেন, ‘পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের বিরুদ্ধে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে এর আগে তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন।’

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।’

মো. সজল আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।