মৌলভীবাজারে দোকান থেকে ৪০ লাখ টাকার স্মার্টফোন লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৪ মে ২০২৫

মৌলভীবাজার শহরের কুসুমবাগে দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের স্মার্টফোন নিয়ে যায় চোরের দল।

শনিবার (২৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে শহরের কুসুমবাগস্থ টিএস প্লাজায় মিলান টেলিকম ও গ্যালাক্সি শপ নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় মিলান টেলিকম থেকে নগদ ১ লাখ ২২ হাজার টাকাসহ ভিভো, অপ্পো, রিয়েলমি, রেডমি ও স্যামসাং ব্রান্ডের প্রায় ১৯ লাখ টাকা মূল্যের স্মার্টফোন নিয়ে যায়।

একই মার্কেটের গ্যালাক্সি শপ নামের অপর দোকান থেকেও প্রায় একই ব্রান্ডের ২০ লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মৌলভীবাজারে দোকান থেকে ৪০ লাখ টাকার স্মার্টফোন লুট

মিলান টেলিকমের স্বত্বাধিকারী দেলওয়ার হোসেন বলেন, আমার ক্যাশে থাকা ১ লাখ ২২ হাজার নগদ টাকা ও ৫টি ব্রান্ডের ১৯ লাখ টাকার দামি স্মার্টফোন নিয়ে গেছে চোরেরা। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।