পিকআপে হাটে নেওয়ার সময় ১২ গরু লুট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৭ মে ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২টি কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় রোববার (২৫ মে) রাতে পিকআপ থেকে এসব গরু লুট করে দুর্বৃত্তরা।

রোববার রাতে গরুগুলো লুট হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গরু বহন করা গাড়িটি উদ্ধার করা হয়েছে।

তবে গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য ১২টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মাহফুজ। ওই সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা পিকআপটি আটকে ১২টি গরু লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। দু’দিন পেরিয়ে গেলেও মহাসড়কে লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সোনাইছড়ি এলাকায় একটি স্থানে পিকআপ ভ্যান থেকে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মাহফুজ আলম নামের এক ব্যবসায়ী। কোরবানির এই গরুগুলো চট্টগ্রাম নগরীর একটি পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।