আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৭ মে ২০২৫
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজ বেগমকে

কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।

মো. সজল আলী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।