সাতক্ষীরায় মোটরভ্যান-ইজিবাইক চালকদের সংঘর্ষ


প্রকাশিত: ১০:২৭ এএম, ০২ জুন ২০১৬

সাতক্ষীরায় মোটরভ্যান-ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জজকোর্ট সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরভ্যান চালকদের উপর নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর প্রেক্ষিতে মোটরভ্যান চালকরা এ বিক্ষোভের ডাক দেয়। আর এরই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ইজিবাইক চালকদের উপর হামলা চালালেও বিক্ষোভকারীদের কেউ কেউ ভাঙচুরে বাধা দেয়।

উল্লেখ্য, শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১লা জুনের মধ্যে সকল মোটরভ্যান চালকদের ভ্যানের মোটর খুলে ফেলা জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। এছাড়া ঘোষণা করা হয়েছিল পরবর্তী দিন থেকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে মোটরভ্যান চালকদের মোটর খুলে নেয়ার নির্দেশনা।

ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বেশ কিছু মোটরভ্যানের মোটর খুলে নেয়া হয়।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।