৪ দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:১২ পিএম, ৩০ মে ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলার চারদিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে-৩ এ তাকে হাজির করা হয়।

২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে-৩ এ সিংগাইর থানার এক মামলায় চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে অপর এক এক মামলায় দুইদিনের রিমান্ডের জন্য তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মো. সজল আলী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।