মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠালো বিএস‌এফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ৩০ মে ২০২৫

মৌলভীবাজারের দুই উপজেলার পৃথক সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া ২৯ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ মে) ভোর ৪টার দিকে জুড়ির ফুলতলা সীমান্তে ১০ জন, কমলগঞ্জের চামপারাই সীমান্তে ১৪ জন এবং শমসেরনগর সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে দেওয়া হয়। আটকদের মধ্যে শিশু ও নারী রয়েছে।‌

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ওই সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিদের আটক করে ক্যাম্পে আনা হয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাদের ঠেলে এপারে পাঠিয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।

বিজিবি আরো জানায়, জুড়ী উপজেলার আটকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জ ও জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।