কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ৩১ মে ২০২৫

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন।

শনিবার (৩১ মে) বুকে ব্যথা অনুভব করলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমাম হোসেন বাচ্চু কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সকালে কারাভ্যন্তরে গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাচ্চু হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেফতার করে ৩০ মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।