মৌলভীবাজারে সড়কের ওপর ধসে পড়লো পাহাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০১ জুন ২০২৫

মৌলভীবাজারের রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে পাহাড় ধস ও সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (৩১ মে) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার ২৪ নম্বর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

এসময় আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গাড়িগুলো আটকে তীব্র যানজট তৈরি হয়। প্রায় ৩০ মিনিট সড়ক বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল সচল করে।

মৌলভীবাজারে সড়কের ওপর ধসে পড়লো পাহাড়

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে মৌলভীবাজারে ভারী বর্ষণ হচ্ছে। মাঝে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারী বর্ষণ শুরু হয়। একসময় ভারী বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নম্বরে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের কারণে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের ওপর পড়ে দুই পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু’ধারে গাড়িগুলো যানজটের কবলে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস গিয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড় ধসের কারণে সড়কে পড়ে থাকা মাটি সরানো যায়নি।

শাহ নেওয়াজ ইফতি নামের একজন জানান, আমি কুলাউড়া থেকে রাজনগরে বোনের বাড়িতে আসার পথে ২৪ নম্বর এসে দেখি সড়ক বন্ধ। সড়কের ওপরে পাহাড় ধসের পাশাপাশি গাছও পড়ে রয়েছে। পরে আমি হেঁটে পাহাড় ধসের এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়িতে আসি। অনেক মানুষ সড়ক বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন।

মৌলভীবাজারে সড়কের ওপর ধসে পড়লো পাহাড়

তিনি বলেন, পাহাড় ধসের কারণে সড়কে মাটি রয়েছে। যার জন্য সড়ক পিচ্ছিল রয়েছে।

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।

ওমর ফারুক নাঈম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।