পদবঞ্চিতদের বিক্ষোভ, কুমিল্লায় ১৯ দিনেই স্থগিত ছাত্রদলের কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১০ এএম, ০৫ জুন ২০২৫

নতুন কমিটি ঘোষণার ১৯ দিনের মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

বুধবার (৪ জুন) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়েছে।

এর আগে গত ১৬ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনের পর পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এর জেরে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ওই সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়।

এ বিষয়ে স্থগিত হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী জাগো নিউজকে বলেন, কমিটি স্থগিতের চিঠি পেয়েছি। সেখানে জেলা ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে এমন কথা উল্লেখ নেই। স্থগিত করা হয়েছে। হয়ত কেন্দ্র নতুন করে কমিটি বিন্যাস করবে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।