কাদের সিদ্দিকীর স্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৮ জুন ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে জানাজা হয়। জানাজায় সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে নাসরিন সিদ্দিকীকে কাদের সিদ্দিকীর নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হবে নাসরিন সিদ্দিকীকে।

এর আগে শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।