সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ জুন ২০২৫

মৌলভীবাজারের জুড়ীতে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার বাবু ব্রিকসের স্বত্বাধিকারী বাবুল আহমেদ বাবু (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। হালিমা ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

জানা যায়, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বাড়ির পুকুরের পানিতে বিকেল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বাবুল আহমদ বাবুলের তিন মেয়ে এক ছেলের মধ্যে হালিমা দ্বিতীয়।

সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

সরজমিনে গিয়ে দেখা যায়, বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে জুড়ে চলছে আহাজারি। মৃত্যুর খবর পেয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতের বাড়িতে এসে পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া আত্মীয়স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের বাড়িতে ভিড় করেছেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে বাড়ির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকেলে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওমর ফারুক নাঈম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।