জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১২ জুন ২০২৫
এক ট্রলারে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ

ইলিশ শিকারে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার (১১ জুন) দিনগত মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনেই এক ট্রলারে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ে এসব মাছ। পরে নিলামে ২০ লাখ ৬২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিশে মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ ‘এফবি তামান্না’ ট্রলার নিয়ে তারা গভীর সাগরে ইলিশ শিকারে যান। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই ইলিশগুলো উঠে আসে।

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, ‘ধারদেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। সমুদ্র মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।’

জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর সঠিকভাবে অবরোধ পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যে কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি, বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবেন উপকূলের জেলেরা।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।