করোনা সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৩ জুন ২০২৫

ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার।

জানা গেছে, বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশি জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

তিনি আরও জানান, আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সতর্কতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রপ্তানি একেবারেই স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানি-রপ্তানিকারকেরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য। এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

আবু হোসাইন সুমন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।