হঠাৎ হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেলো নানা ‘অনিয়ম’
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে অনিয়মের প্রমাণ মিলেছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা অভিযান চালায় তিন সদস্যের দুদক টিম। এতে নেতৃত্ব দেন দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার। তার সঙ্গে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেন এবং ইব্রাহীম খলিল।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার বলেন, চিকিৎসা সেবার মান, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি অ্যাম্বুলেন্সে সেবাগ্রহীতাদের দুর্ভোগসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির বহির্বিভাগের ৫ টাকার টিকিট ১০ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। এছাড়া স্টক রেজিস্টার অনুযায়ী সরকারি ওষুধ বিতরণের পর অতিরিক্ত ওষুধের মজুত পাওয়া গেছে। রোগীদের ব্যবহৃত চাদর সরকারি মাপের চেয়ে ১০ সেন্টিমিটার কম পাওয়া গেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের সেবা দেওয়ার বিষয়টি নিয়ে সেবাপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
তিনি বলেন, আমরা অভিযানের সামগ্রিক তথ্য দুদকের প্রধান কার্যালয়ে জানাবো। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্য জানতে চাইলে ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুদক কী অনিয়ম পেয়েছে আমার জানা নেই। তবে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস