মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৭ জুন ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ছোটন কুমার দে (২৫) নামে এক যু্বক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছোটন কুমার ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের দক্ষিণ জুজখোলা গ্রামের অজিত কুমার দের ছেলে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উত্তর আমবাড়িয়া এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে এক যুবক কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রেল পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকা থেকে ট্রেনে কাটা পড়া ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে আপডাউন লাইনে গোধূলী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

তিনি আরও বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।