টঙ্গীতে পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালালো যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৯ জুন ২০২৫

গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানা এলাকায় পুলিশের চেকপোস্টে সিগন্যাল পেয়ে অস্ত্র ও গুলি ফেলে দৌড়ে পালিয়ে গেছে অস্ত্রধারী এক যুবক।

বুধবার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটনা ঘটে। এসময়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশ নিয়মিত বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করে। বুধবার তল্লাশির সময়ে রাত সাড়ে ১২টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়। এসময় অটোরিকশা থেকে নেমে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার কোমর থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পড়ে যায়। পরে পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার করলেও যুবককে ধরতে পারেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ জানান, পিস্তলটিতে একটি স্টার চিহ্ন রয়েছে ও তাতে লেখা আছে অটো পিস্তল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া যুবককে চিহ্নিত ও গ্রেফতার অভিযান চলছে।

আব্দুর রহমান আরমান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।