মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২১ জুন ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের এক বছর ও ২ জনের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ জুন) বেলা ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাইস্কুলের সামনে অবৈধভাবে বালু উত্তোলন ও জমা করার অপরাধে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দীন।

সুনামগঞ্জের মো. আলী হোসেন (৪০), সোহাগ (১৯), তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল আহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দীন বলেন, স্তুপকৃত বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওমর ফারুক নাঈম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।