স্কুলছাত্রী কনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৫ জুন ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর এলাকায় স্কুলছাত্রী কনিকা রানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ করেছে বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার সকালে শহরের শহীদ সাটুহলের সামনে এ মানববন্ধন, সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ মে গোবরাতলা এস.এ.এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কনিকা রনীকে ওই এলাকার বখাটে আব্দুল মালেক কুপিয়ে হত্যা করে। এ সময় কনিকার তিন সহপাঠী তানজিলা খাতুন, মরিয়ম খাতুন ও তারিন আফরোজকে কুপিয়ে আহত করে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
বক্তারা অবিলম্বে কনিকা রানী হত্যার সুষ্ঠু বিচার ও খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- শান্তনা হক, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, নুরুন নাহার, শাহনাজ বেগম, হালিমা খাতুন প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 
আব্দুল্লাহ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।