ঝোপে কাঁদছিল নবজাতক, শরীরে পিঁপড়ার কামড়ের চিহ্ন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ জুন ২০২৫

গাজীপুরের শ্রীপুরে ঝোপঝাড়ের ভেতর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ভাসাবাইদ এলাকায় বিষয়টি এক পথচারীর নজরে আসে। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল ইফরান জানান, সকালে মোটরসাইকেলে করে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কয়েকজনের চিৎকারে থেমে গিয়ে ঘটনাস্থলে যান। ঝোপের পাশে গিয়ে দেখতে পান, এক নবজাতক ময়লার ভেতর পড়ে আছে। তার শরীরে ধুলা-ময়লা ও পিঁপড়ার কামড়। নবজাতকটিকে প্রথম দেখতে পান এক পথচারী। তিনি পাশেই প্রস্রাব করতে গিয়ে কান্নার শব্দ শুনে কাছে যান।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দেওয়া হলেও তেমন সাড়া না পেয়ে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ জানান, শিশুটিকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সানজিদা লিজা জানান, খবর পেয়ে তিনি ছুটে গিয়ে নবজাতকটিকে কোলে তুলে নেন এবং পানি দিয়ে পরিষ্কার করেন।

তিনি আরও বলেন, শিশুটির অবস্থা করুণ ছিল কিন্তু তার প্রাণে বেঁচে যাওয়া ছিল অলৌকিক।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন জানান, শিশুটি বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটি বর্তমানে হাসপাতাল পুলিশের নজরদারিতে রয়েছে।

আব্দুর রহমান আরমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।