শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৫ জুন ২০১৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে তিনি মারা যান।

নিহত বুরুজ আলী (৪৫) ওই ইউনিয়নের বলিদাপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। রাত ১০টার দিকে ৮ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার কালু মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় আজিজুলের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে বুরুজ আলীকে মারপিট করলে তিনি গুরুতর আহত হয়। তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা তিনি যান।  

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জেনেছি। তবে কোনো মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত জানা যাবে।  

হাকিম বাবুল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।