নীলফামারীতে ট্রেনে কেটে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দুইজন একসঙ্গে মোটরসাইকেলে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার তেঁতুলতলা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুজনই ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএ/এমএস