পঞ্চগড়ে নারী-শিশুসহ ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৫ জুন ২০২৫

পঞ্চগড়ে পৃথক তিন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৫ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। পরে সকালে বিজিবির টহলদল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকা দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী শিশুসহ ৫ জনকে ঠেলে পাঠায়। সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহলদল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে।

প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩ ও ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৬ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। সকালে টোকাপাড়া বিজিবি বিওপির টহলদল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা ৭ জনকে ঠেলে পাঠায়। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানের চেষ্টা করছি। পরিচয় যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ছয় দফায় নারী-শিশুসহ ৮৩ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

সফিকুল আলম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।