ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তন : ঢামেক চিকিৎসকের জামিন নাকচ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ জুন ২০১৬

শেরপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সেই চিকিৎসক ডা. শরীফুল ইসলাম শরীফের জামিন এবার দায়রা আদালতেও নাকচ হয়েছে।

রোববার দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. মোজাম্মেল হক তা না-মঞ্জুর করেন।

দায়রা আদালতে চিকিৎসক ডা. শরীফের জামিন নাকচের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ।

তিনি জানান, ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের চাঞ্চল্যকর মামলার পরও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন ওই চিকিৎসক। এমন অবস্থায় পুলিশ ২০ মে ডা. শরীফকে গ্রেফতার করে। এরপর জামিনের বিষয়ে তৃতীয় দফায় শুনানি শেষে নিম্ন আদালত তা নামঞ্জুর করলে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে জামিনের আবেদন (ক্রিমিনাল মিস কেইস) দায়ের করে।

উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে ডা. শরীফুল ইসলাম ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক ডা. কে.কে কুন্ডুৃর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী।

হাকিম বাবুল/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।