টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ জুন ২০২৫

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় পাঁচ পর্যটককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, বুধবার রাতে ৫ জন পর্যটক হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরে মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য নষ্ট হয় এমন কিছু করা যাবে না। তবে ৫ জন পর্যটক হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।